বাংলারজমিন
অমানবিক ...
ঝিনাইদহ প্রতিনিধি
৭ জুন ২০২৩, বুধবার
প্রখর রোদে ঝিনাইদহের চরখাজুরা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে মাটি কেটে বহন করানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। জানা গেছে, সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর্থিক বরাদ্দ পেয়েছে। এই টাকা দিয়ে প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক কামলা দিয়ে কাজ না করিয়ে স্কুলের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটার কাজ করাচ্ছেন। এদিকে শিশু শিক্ষার্থীদের দিয়ে এই প্রখর রোদ ও গরমের মধ্যে মাটি কাটার কাজের ভিডিও দেখে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন হতবাক হয়ে পড়েন। ইউএনও তাৎক্ষণিক ভাবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক জানান, আমরা স্কুলের কিছু কাজকর্ম শিক্ষার্থীদের দিয়ে করিয়ে থাকি। তারই অংশ হিসেবে শিশু শিক্ষার্থীরা এই মাটি কাটার কাজ করছে। বিষয়টি তাদের সম্মতিতেই হয়েছে বলে তিনি উল্লেখ করেন। স্কুল কমিটির সভাপতি তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই।
পাঠকের মতামত
কোমলমতি শিক্ষার্থী দের মাটি খেটে মাথায় বহন করে নিয়ে যাওয়া কে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলিতেছেন এই কাজটা তাদের সম্মতিতে হয়েছে,একজন প্রধান শিক্ষক যদি এই রকম শিশুসুলুপ কথা বলেন তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের উচিৎ তদন্ত করে উনি যদি দোষী হয় তাহলে উনাকে কোনো বিদ্যালয়েই শিক্ষকতা করতে নাদেওয়া।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]