কলকাতা কথকতা
রুজিরাকে ইডির তলব, মোদিকে চ্যালেঞ্জ অভিষেকের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৪ অপরাহ্ন

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ববন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দোপাধ্যায়কে দুবাই যাওয়ার সময় সোমবার কলকাতা বিমানবন্দরে আটকে দেয়ার পর ইডি তাঁকে ৮ই জুন কলকাতার সিজি ও কমপ্লেক্সে ইডির দপ্তরে তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্যে। এই ঘটনার পর ক্ষিপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, আমার স্ত্রী, সন্তানদের গ্রেপ্তার করেও আমাকে দমানো যাবে না। তৃণমূলের নবজোয়ার যাত্রায় ভীত হয়ে আমাকে আটকানোর জন্য বিজেপি কোমর বেঁধে আসরে নেমে পড়েছে, কিন্তু তাতে লাভের লাভ কিছু হবে না। অভিষেক বলেন, বিজেপি সরকার যে কোনও আইনকানুন মানে না তার প্রমাণ এই ঘটনায় রয়ে গেল।
সুপ্রিম কোর্ট আমার এবং আমার স্ত্রীর বিদেশ যাওয়ার ব্যাপারে কোনও আপত্তি নেই রায় দেওয়ায় পরও আমার স্ত্রীকে আটকানো হলো। ৩রা জুন আমার স্ত্রী ইডিকে চিঠি দিয়ে জানিয়েছিল। যে সে ৫ই জুন দুবাই যাচ্ছে, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে কী ইডিকে জানিয়ে আমার স্ত্রী বিদেশে যেতেন। দু কিলো সোনা নিয়ে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে ধরা পড়েছিলেন বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেই সম্পর্কে অভিষেক বলেন, আজগুবি মনগড়া কথা। এয়ারপোর্ট অমিত শাহ এর আবেক্ষাধীন, যদি তাঁরা কেউ দু গ্রাম সোনারও হদিস দিতে পারে তাহলে আমি বুঝবো। অভিষেকের ভাষ্য অনুযায়ী- বিজেপি নবজোয়ার যাত্রায় ভয় পেয়েই এই সব করছে।