বাংলারজমিন
মির্জাপুরে এসিল্যান্ড বদলির প্রতিবাদে মানববন্ধনে মাটি ব্যবসায়ীরা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৬ জুন ২০২৩, মঙ্গলবার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলকে বদলিপূর্বক জেলার নাগরপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২৫শে মে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলির আদেশ দেয়া হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এদিকে এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুলের বদলির আদেশ স্থগিত বা প্রত্যাহারের দাবিতে গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুরবাসীর ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হলেও অবৈধ মাটি ব্যবসার দায়ে একাধিকবার দণ্ডপ্রাপ্ত ও এলাকার চিহ্নিত একাধিক মাটি ব্যবসায়ী এতে অংশ নেয়। নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে থাকা কয়েকজন স্বীকার করেছেন মানববন্ধনে মাটি ব্যবসায়ীদের অর্থায়ন ও সার্বিক সহযোগিতা রয়েছে।
এ ছাড়া কয়েকজন ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প থেকে লোকজন জড়ো করেছেন ওই মানববন্ধনে। অপরদিকে উপজেলা পরিষদ চত্বরে এসিল্যান্ড আমিনুল ইসলাম বুলবুলের বদলির প্রত্যাহার চেয়ে করা মানববন্ধন নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। তিনি বলেন, বেআইনিভাবে ওই মানববন্ধনটি হয়েছে। সংবাদ পেয়ে আমি পিয়ন পাঠিয়ে মানববন্ধন বন্ধ করিয়েছি। সরকারি আদেশে তার বদলি হয়েছে তার বিদায় নেয়া উচিত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানববন্ধনের বিষয়ে কেউ আমার কাছ থেকে অনুমতি নেয়নি।
তার বদলি সরকারি সিদ্ধান্ত এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]