বিনোদন
‘এ সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না’
স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার
বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছিলো না পরীমনি ও শরিফুল রাজের সংসার। সাম্প্রতিক সময়ে তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই পরীমনির সঙ্গে শরিফুল রাজের দাম্পত্য কলহ ফের প্রকাশ্যে আসে। এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন দু’জন।
পরীমনি জানিয়েছেন, ১০ দিন ধরে বাসায় থাকেন না তার স্বামী রাজ। আবার অভিনেতা ডিভোর্স প্রসঙ্গে জানিয়েছেন, সব সিদ্ধান্ত নির্ভর করছে পরীর ওপর। তবে এবার নতুন তথ্য ও নিজের সিদ্ধান্তের কথা সরাসরি জানালেন শরিফুল রাজ। তিনি বলেন, আমরা এখন আলাদা থাকছি। আর এ সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার ভাবতে চাই না। সেই সুযোগ নেই।
রাজ আরও বলেন, আমরা আলাদা হলেও আমাদের ছেলে রাজ্যের টেককেয়ার আমরা দু’জনই করবো। আপাতত সেপারেশন চান রাজ। ডিভোর্স বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার আরও সময়ের প্রয়োজন। স্থির হতে চাই, নিজেকে সময় দিতে চাই।
১০ দিন আগে রাজ বাসা থেকে বের হয়ে গেছেন, পরীর এমন অভিযোগের বিপরীতে রাজ বলেন, পরী সত্য বলেছে। এ সময় আমি কাজ নিয়ে ব্যস্ত থেকেছি। কিন্তু তার (পরীর) ভাষায় আমি নাকি সুনেরাহ’র কাছে গিয়ে থেকেছি। এটা কেমন কথা। আমার আশপাশের মানুষও জানে আমি কাজ নিয়ে এ ক’দিন কেমন ব্যস্ত ছিলাম।
এদিকে রাজের এই সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে পরীমনি রাজকে উদ্দেশ্য করে বলেন, তোমার আরও সংযত হওয়া উচিত ছিল। লাইভে এসে রাজের এ বিষয়গুলোর জবাব দেবেন বলেও জানান পরীমনি।