বিনোদন
বিয়ে না করার কারণ জানালেন জায়েদ
স্টাফ রিপোর্টার
৬ জুন ২০২৩, মঙ্গলবার
কবে বিয়ে করবেন জায়েদ খান? ঢালিউডের আলোচিত এই নায়কের বিয়ে নিয়ে অনেকেরই কৌতূহল। যেখানেই যান সেখানেই এমন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। এবার বিয়ে না করার কারণ জানালেন জায়েদ খান। মেয়েদের কাছে নিজের ‘অবিবাহিত’ ইমেজ ধরে রাখার জন্য বিয়ে করছেন না তিনি। জায়েদ বলেন, বিয়ে করলে অনেকের মন ভেঙে যাবে। আর বিয়ে করলেই তো বাসি হয়ে গেলাম!