ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

তাপদাহে হাইস্কুল-কলেজের পিটি সমাবেশ বন্ধ, করা যাবে না খেলাধুলা

স্টাফ রিপোর্টার

(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৪ অপরাহ্ন

mzamin

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের কারণে সব হাইস্কুল ও কলেজের প্রাত্যহিক সমাবেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত রাখতে স্কুলগুলোকে বলা হয়েছে। সোমবার সব সরকারি-বেসরকারি হাই স্কুল ও কলেজকে এসব নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। 

অধিদপ্তরে প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি বেসরকারি হাইস্কুল ও কলেজগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। 

শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

আদেশে আরো বলা হয়েছে, যেসব সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ই জুন পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তা অনুসারে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। 

এ সতর্কবার্তার আলোকে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসব সতর্কতামূলক নির্দেশনা পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। 

এদিকে তীব্র দাবদাহের জেরে আগামী ৬ থেকে ১১ই জুন পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি। জানা যায়, বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র দাবদাহের করণে অসুস্থ বোধ করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 

বিজ্ঞাপন

পাঠকের মতামত

প্রচন্ড রোদের মধ্যে আরো বেশি করে করান। তবে যিনি নির্দেশ দিয়েছেন তার সন্তানদের আগে। পারলে উনাকেও প্রধান অতিথি করবেন।

আজাদ আবদুল্যাহ শহিদ
৫ জুন ২০২৩, সোমবার, ৬:৫১ পূর্বাহ্ন

স্কুলের সামার ভেকেশন টা কি এগিয়ে এনে শুধু প্রাইমারি স্কুল নয় প্রাইমারি এর সাথে মাধ্যমিক স্কুল গুলো বন্ধ করা যায়না? দিনের প্রচন্ড গরমে বিদ্যুতের লোড শেডিং এ যখন স্কুল গুলোর পাখা বন্ধ থাকে তখন বাচ্চাদের কি অবস্থা হয় তা কি দায়িত্তবান রা বুঝেন? তারা কি বুঝেন বা জানেন দেশের কয়টা স্কুলে জেনারেটর এর সুবিধা আছে? আর অতিরিক্ত লোডশেডিং এর কারনে কয়টা স্কুলের জেনেরাটর আকাশ চুম্বি দামে ডিজেল কিনে স্কুলের পাখা গুলো সচল রাখে? উনারা এগুলো জানেন বলে আমার মনে হয়না। উনারা যে দপ্তরে বসেন সেই দপ্তরে সাধারনত বিদ্যুতের লোড শেডিং হয়না। যদিও বা কখনো হয় তখন সরকারি টাকা খরচ করে ডিজেল কিনে গরম কে উনাদের কাছ থেকে দূরে রাখেন। তাই অনুরোধ দয়া করে স্কুল গুলোর অর্ধ বার্ষিক পরিক্ষা একটু পিছিয়ে দিয়ে সামার ভেকেশন এর বন্ধ টাকে এগিয়ে এনে প্রাইমারি ও মাধ্যমিক দুই শ্রেনীর স্কুল ই বন্ধ রাখা হউক।

মাকসুদ
৫ জুন ২০২৩, সোমবার, ৬:৩৯ পূর্বাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status