কলকাতা কথকতা
অভিষেকের স্ত্রীর বিদেশ যাওয়া আটকে দিলো অভিবাসন দপ্তর
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

সোমবার সাতসকালে নাটক দমদম বিমানবন্দরে। এদিন দুবাই যাবেন বলে তাঁর দুই সন্তানকে নিয়ে দমদম বিমানবন্দরে হাজির হন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বর্তমানে নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায়। তাই, রুজিরা সন্তানদের নিয়ে একাই দুবাই যাচ্ছিলেন। অভিবাসন দপ্তরে আটকে গেলেন রুজিরা। অফিসাররা বিনয়ের সঙ্গে জানালেন যে ইডির লুক আউট নোটিশ আছে রুজিরার নামে। তিনি এখন দেশ ছেড়ে যেতে পারবেন না। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নিদান দিয়েছে যে রুজিরা বিদেশ যেতে পারবেন। কিন্তু তা সত্ত্বেও ইডির নোটিশ আটকে দিলো তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো বধূ রুজিরা অবশ্য তর্ক বিতর্ক চালিয়ে যান। আইনগত পরামর্শ নেওয়ার জন্যে তাঁর আইনজীবীকেও ফোন করেন। কিন্তু, ভবি ভোলার নয়। অভিবাসন দপ্তর তাদের সিদ্ধান্তে অনড় থাকে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ পুরো বিষয়টি ভালভাবে বুঝে নিয়ে মন্তব্যে যেতে চান। তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে মামলা করতে পারে।