বাংলারজমিন
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
(৩ মাস আগে) ৫ জুন ২০২৩, সোমবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৭ অপরাহ্ন

ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ইউসুফ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (০৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্ত মেইন পিলার ৮৫৭ কাছে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেসেরডাঙ্গা গ্রামের শাহ জামালের ছেলে।
জানা গেছে, রোববার ভোর রাতে ইউসুফ আলীসহ ১০ থেকে ১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গরু পারাপার করতে যান। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ রানীনগর বিএসএফ ব্যাটালিয়ান মীররাপা ক্যাম্পের টহল দল তাকে লক্ষ করে গুলি ছুড়লে সেখানেই গুলিবিদ্ধ হয়ে ইউসুফ আলীর মৃত্যু হয়। এসময় তার সাথীরা পালিয়ে আসে। পরে বিএসএফের পাহারায় মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ নিয়ে যায়।
পাটগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী প্রধান বলেন, বাংলাদেশি যুবকের লাশ ভারতীয় অংশে পড়ে থাকায় কথা শুনেছি। পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এ বিষয়ে ৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, তাদের সাথে যোগাযোগ চলমান আছে এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
পাঠকের মতামত
No problem, don't worry, this is a gift of friendship with husband and wife.