বিনোদন
আসছে ফারিয়ার ‘আন্তঃনগর’
স্টাফ রিপোর্টার
৫ জুন ২০২৩, সোমবার
ওটিটি প্ল্যাটফরম চরকিতে শবনম ফারিয়া অভিনীত ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ মুক্তি পেতে যাচ্ছে ৮ই জুন। গৌতম কৈরি পরিচালিত এই ফিল্মে তার বিপরীতে রয়েছেন সোহেল মণ্ডল। অন্য চরিত্রে আছেন রুনা খান, শ্যামল মাওলাসহ অনেকে। এটি একটি স্ট্রাগলের গল্প। এর আগে ওটিটি প্ল্যাটফরমে মুন্সিগিরিসহ আরও একটি কনটেন্টে কাজ করেছেন ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘আন্তঃনগর’ ওয়েব ফিল্ম সমসাময়িক ও আমাদের আশপাশের গল্পের কাজ। যেখানে আমি মৌসুমি নামে পার্লার কর্মীর চরিত্রে অভিনয় করেছি। বেশ সুন্দর গল্পের একটি কনটেন্ট এটি। ওটিটিতে কাজ করা প্রসঙ্গে ফারিয়া বলেন, নাটকের চেয়ে ওটিটিতে বাজেটসহ সব বেশি থাকে। তাই চাইলেই ফ্লেক্সিবল হয়ে কাজ করা যায়। কিন্তু নাটক ড্রয়িং রুম কালচার বলে অনেক সীমাবদ্ধতা থাকে। তবে ওটিটি কিন্তু তা নয়। নির্মাতাও স্বাধীনভাবে কাজ করতে পারেন। নাটকে এটা কম দেখা যায়। এখন সময়টা গ্লোবাল। নেটফ্লিক্সে যা আছে সেটা আমাদের দর্শকরা দেখছেন, পাশাপাশি আমাদের দেশের ওটিটিতে যা আছে তাও বিশ্ববাসী দেখতে পাচ্ছেন। এ কারণে কাজের মান ভালো করা ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যতই বলি না কেন এই পরিস্থিতি ওই পরিস্থিতি ফেস করে কাজ করছি, কিন্তু যিনি দেখছেন তিনি বুঝবেন না। কারণ তিনি নেটফ্লিক্স দেখে দেখে অভ্যস্ত। শবনম ফারিয়া বলেন, ওটিটি প্ল্যাটফরম মূলত আশীর্বাদ। তিনি বলেন, এর ফলে অনেক আন্তর্জাতিক মানের গল্প বের হয়ে আসছে। আগে এসব ফিল্মে দেখা যেত। যদিও ফিল্মে আরও বেশি বাজেট থাকে। এখন ওটিটি আসায় ভিন্ন ভিন্ন গল্প দেখা যাচ্ছে। আমরাও নতুন চরিত্র পাচ্ছি। দর্শকরাও খুশি।