কলকাতা কথকতা
বাংলাদেশের আহত যাত্রীদের নাম মিললো, বেঁচে ফিরলেন ঝিনাইদহের দম্পতি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৮:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন
চিকিৎসা করাতে চেন্নাই হয়ে ভেলোরে যাচ্ছিলেন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা রাসেল উজ্জামান এবং বগুড়ার বাসিন্দা হাবিবুর রহমান। দু’জনেই করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েন। তারা আপাতত ওড়িশার বালেশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন একথা জানিয়ে বলেন যে, কলকাতার উপদূতাবাসের একটি প্রতিনিধি দল বাংলাদেশের নাগরিকদের দেখভাল করার দায়িত্ব নিয়ে বালেশোর গেছেন।
বাংলাদেশের বেশির ভাগ নাগরিক চিকিৎসার জন্য নির্ভর করেন ভেলোরের খ্রীশ্চিয়ান মেডিক্যাল কলেজ এর ওপর। তাই তারা চেন্নাই হয়ে ভেলোরে যান। পছন্দ করেন সুপারফাস্ট এক্সপ্রেস করমন্ডল। সেই করমন্ডলেই বিপত্তি ঘটলো। ঝিনাইদহের বাসিন্দা শিক্ষক আখতারুজ্জামান স্ত্রী নুরজাহানকে নিয়ে করমন্ডল এক্সপ্রেসের যাত্রী ছিলেন। কোনও রকমে প্রাণে বেঁচেছেন।
বিভীষিকার সেই রাত আর মনে করতে চান না ঝিনাইদহের এই দম্পতি। এদিন বাংলাদেশ উপ দূতাবাসের প্রধান আন্দালিব ইলিয়াস গভীর শোক প্রকাশ করেন দুর্ঘটনার জন্য। তিনি, বাংলাদেশের দুর্ঘটনাকবলিত যাত্রীদের জন্য যাবতীয় ব্যবস্থার বিবরণ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং সমবেদনা জানান আহতদের।