বিনোদন
২৪৬ কোটি টাকায় বিলাসবহুল বাড়ি কিনলেন উর্বশী
বিনোদন ডেস্ক
(৩ মাস আগে) ২ জুন ২০২৩, শুক্রবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনয়ের থেকে আইটেম গানের জন্য বেশ পরিচিতি তার। নিজের বিলাসবহুল জীবনের জন্য প্রায় থাকেন আলোচনায়। তিনি দক্ষিণ কোরিয়ায় মিস এশিয়ান সুপারমডেল ২০১১। মিস ট্যুরিজম কুইন অব দ্য ইয়ার। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১২ খেতাব জয় করেন। মিস ডিভা ২০১৫ খেতাব জয়ের পর বলিউডে পা রাখেন তিনি। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন ২৯ বছর বয়সী এই সুন্দরী। এতে ভারতের গণ্ডি পেরিয়ে গেছে তার পরিচিতি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ২০০ কোটি রুপি মূল্যের কুমির নেকলেস পরে আলোচনার জন্ম দেন।
পাঠকের মতামত
কোনো ছবি তে তো দেখিনা, এতো টাকা কোথায় থেকে আসে?
দুবাইয়ের শাসক রশিদ আল মাকতুমের ছেলের সাথে উর্বশী রাউতেলার গোপন প্রণয় বহুদিন থেকে চলছে। দুবাইয়ের সে প্রিন্সের উপহার ও সাহায্যে উর্বশী রাউতেলা এখন ভারতে একজন ধনাঢ্য অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন আসলে মডেলিং এবং বলিউডের চলচ্চিত্রে তার এমন কোন সুযোগ লাভঝ ঘটে না এবং সে এমন আহামরি গোছের অভিনেত্রীও নন তথাপি যেভাবে বিলাসবহুল জীবন যাপন করছেন তা দেখে সবার চোখ কপালে উঠছে। তার বিলাসবহুল জীবন যাত্রার বেশিরভাগ খরচ দুবাইয়ের কথিত প্রিন্সের টাকাতে ই চলছে, দুবাইয়ের প্রিন্সরা তাদের বাপ দাদার মতো বিলাসী জীবন যাপন পছন্দ করে। মানব সেবায় বা কোন মানবিক কাজে এদের কোন অবদান নেই বললেই চলে।