কলকাতা কথকতা
বিশ্ব টেস্ট ফাইনালে ধারাভাষ্য দিচ্ছেন না সৌরভ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৮ অপরাহ্ন

কথা ছিল এবার বিশ্ব টেস্ট ফাইনালে ভারত - অস্ট্রেলিয়া ম্যাচে তিনি ধারাবিবরণী দেবেন, কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসায় ব্রডকাস্টার স্টার স্পোর্টস তাকে বাদ রেখেই ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে। সৌরভ বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে বসে বললেন, টেস্ট ফাইনালের সময় লন্ডনেই থাকবো, কিন্তু কমেন্ট্রি বক্সে নয়, নিছক ছুটি কাটাবো। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে সৌরভ শুক্রবারই লন্ডন পাড়ি দিচ্ছেন। মেয়ে সানা লন্ডন কলেজ অফ ইউনিভার্সিটিতে পড়েন।
সৌরভ বললেন, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটিং ডিরেক্টর হিসেবে টানা দু’মাস ক্রিকেটের বৃত্তে ছিলাম। তাই, এবার একটু ছুটি নিচ্ছি। ব্রডকাস্টার স্টার স্পোর্টস যে তার কাছে লোভনীয় অফার নিয়ে এসেছিলো সেই কথা জানিয়ে সৌরভ বলেন, প্রাথমিকভাবে ওদের প্রস্তাবে না বলার কোনও কারণ দেখিনি। তারপর ভাবলাম, পরিবারকে সময় দেওয়াটাও জরুরি। তাই সেটাকেই বেছে নিলাম। সৌরভ বিশ্ব টেস্টের ফাইনাল দেখতে দিন দুয়েক মাঠে যাবেন। নিছক দর্শক হিসেবে খেলা দেখবেন । যেমনটি বৃষ্টি বিঘ্নিত আইপিএল ফাইনালের প্রথম দিন তিনি মাঠে ছিলেন। দ্বিতীয় দিন কাজ থাকায় আর যেতে পারেননি।
সৌরভ ঘনিষ্ঠজনদের কাছে টেস্ট ফাইনালে কমেন্ট্রি না করার ব্যাখ্যা দিয়েছেন- দিল্লি ক্যাপিটালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে তাকে আর বিরাট কোহলিকে জড়িয়ে যে বিরক্তিকর কথার আদানপ্রদান হয়েছে তাতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। নতুন করে যাতে বিতর্কের সূত্রপাত না হয় তাই তিনি সরে এলেন ধারাভাষ্য থেকে। তার জায়গায় স্টার স্পোর্টস নিয়েছে সদ্য আইপিএল খেলা দীনেশ কার্তিককে। রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, নাসের হোসেন তো আছেনই।