কলকাতা কথকতা
শবদেহের সঙ্গে যৌনসম্পর্ক ভারতে দণ্ডনীয় অপরাধ নয়, আইন পাল্টাতে বললো কর্ণাটকের আদালত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩২ অপরাহ্ন
নেকারফেলিয়া। সাদা বাংলায় মৃতদেহের সঙ্গে সঙ্গম। ভারতে বিভিন্ন মর্গে এই বিষয়টি চালু আছে। বেওয়ারিশ মেয়েদের লাশের সঙ্গে চলে অবাধ যৌনক্রিয়া। কর্ণাটক আদালত এইরকম একটি মামলায় রায় দিতে গিয়ে বলেছে ভারতীয় দন্ড বিধির ৩৭০ ধারা অনুযায়ী নেকারফেলিয়া শাস্তিযোগ্য কোনও অপরাধ নয়। কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি বিরাপ্পা ও নায়ার জানিয়েছেন যে এই ধরনের ঘৃণ্য মামলায় অপরাধীরা স্রেফ পার পেয়ে যাচ্ছে পর্যাপ্ত আইন না থাকার জন্যে। তাই এই আইন অবিলম্বে পরিবর্তন করা উচিত বলে বিচারপতিরা মন্তব্য করেন।