বাংলারজমিন
সিলেটে প্রার্থিতা ফিরে পেলেন মেয়রসহ ৮ কাউন্সিলর প্রার্থী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুন ২০২৩, বৃহস্পতিবারসিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১ জন মেয়র প্রার্থীসহ ৮ জন কাউন্সিলর প্রার্থী। গত মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে ৮ জনের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন আপিল বোর্ডের প্রধান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মেয়র প্রার্থী ১ জন, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের ৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন নারী কাউন্সিলর তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এরআগে প্রার্থিতা ফিরে পেতে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী আপিল করেছিলেন। প্রার্থিতা ফিরে পেলেন যারা তারা হলেন- স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহজাহান মিয়া। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ডের শ্যামলী সরকার, ৪ নম্বর ওয়ার্ডের তাহমিনা বেগম ও ৬ নম্বর ওয়ার্ডের মোছা. কামরুন নাহার চৌধুরী প্রার্থিতা ফিরে পেয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ২৮ নম্বর ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩ নম্বর ওয়ার্ডের আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নম্বর ওয়ার্ডের মাও. মো. রফিকুল ইসলাম ও ৩৯ নম্বর ওয়ার্ডের মো. শাহাজ উদ্দিন লাল প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়ন বাতিল হয়েছে যাদের তারা হলেন- মেয়রপদে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী। এ ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী ২ নম্বর ওয়ার্ডের জুমানা আক্তার জুঁই ও ৫ নম্বর ওয়ার্ডের আয়শা বেগম। তবে আপিলে সাধারণ কাউন্সিলরের সবাই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]