বাংলারজমিন
আড়াইহাজারে শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১ জুন ২০২৩, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন তারা। দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে দুইটি কক্ষের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় প্রায় ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় শিক্ষক দম্পতি তাদের কর্মস্থলে ছিলেন। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক শফিকুল জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই স্থানীয় দুইটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বুধবার সকাল ৯টার দিকে তারা দুজনেই বাড়ি থেকে বের হয়ে তাদের কর্মস্থলে চলে যান। দুপুর ১টার দিকে শফিকুল বাড়িতে খাবার খেতে এসে দেখতে পান প্রধান দরজার লগ ভাঙা। এরপর তিনি কক্ষের ভেতরে প্রবেশ করে দেখেন আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে।
প্রসঙ্গত, এর আগেও একই এলাকার দুই স্কুল শিক্ষকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রে আমরা তদন্ত করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে সক্ষম হবো।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]