ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আড়াইহাজারে শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১ জুন ২০২৩, বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষক দম্পতির বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৫ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন তারা। দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে দুইটি কক্ষের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় প্রায় ৯ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বেলা আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় শিক্ষক দম্পতি তাদের কর্মস্থলে ছিলেন। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক শফিকুল জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই স্থানীয় দুইটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বুধবার সকাল ৯টার দিকে তারা দুজনেই বাড়ি থেকে বের হয়ে তাদের কর্মস্থলে চলে যান। দুপুর ১টার দিকে শফিকুল বাড়িতে খাবার খেতে এসে দেখতে পান প্রধান দরজার লগ ভাঙা। এরপর তিনি কক্ষের ভেতরে প্রবেশ করে দেখেন আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে।

বিজ্ঞাপন
তিনি জানান, দুর্বৃত্তরা প্রায় দুইটি কক্ষে থাকা আলমারির দরজা ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যাংকের চেক বইয়ের স্বাক্ষর করা একটি পাতাসহ মূল্যবান বিভিন্ন সামগ্রী লুটে নিয়েছে। এ ঘটনায় আশপাশের এলাকায় বসতবাড়ির লোকজনের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে। 
প্রসঙ্গত, এর আগেও একই এলাকার দুই স্কুল শিক্ষকের বাড়িতে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। একের পর এক এমন ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিভিন্ন সূত্রে আমরা তদন্ত করে যাচ্ছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মালামাল উদ্ধারসহ দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে সক্ষম হবো।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status