বিনোদন
মুক্তি পেলো কেকে’র শেষ গান
বিনোদন ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
গত বছরের ৩১শে মে মারা যান ‘তাড়াপ তাড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’র মতো হিট গান উপহার দেয়া সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)। মারা যাওয়ার ২ মাস আগে শেষ গানটি রেকর্ড করেছিলেন কেকে। এটি তার গাওয়া শেষ মারাঠি গান। যা থাকবে আসন্ন মারাঠি সিনেমা ‘আমব্রেলা’য়। কেকে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই গানটি প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম।