বিনোদন
৮৩ বছর বয়সে বাবা
বিনোদন ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
হলিউডের অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা আলফ্রেডো জেমস। আল পাচিনো নামেই জনপ্রিয় এই মার্কিন অভিনেতা। ৮৩ বছর বয়সে বাবা হতে যাচ্ছেন তিনি। ২৯ বছয় বয়সী নূর আলফালাহর সঙ্গে সম্পর্কে রয়েছেন পাচিনো। নূর আলফালাহ এখন অন্তঃসত্ত্বা। ২০২২ সালের এপ্রিলে আল পাচিনো ও নূর একসঙ্গে ডিনার করার একটি ছবি প্রকাশ্যে আসার পর তাদের প্রেমের গুঞ্জন ওঠে।