বিনোদন
সাই পল্লবীর প্রেমে
বিনোদন ডেস্ক
১ জুন ২০২৩, বৃহস্পতিবার
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। অনেকেরই ক্রাশ তিনি। এবার বলিউড অভিনেতা গুলশান দেবিয়া জানালেন, তারও ক্রাশ সাই পল্লবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাই পল্লবী চমৎকার একজন অভিনেত্রী। সে আমার ক্রাশ। বহুদিন আগে আমি তার প্রেমে পড়েছি। তার ফোন নম্বরও আমার কাছে আছে। কিন্তু তাকে কথাটি বলার সাহস পাই না।