কলকাতা কথকতা
রাজ্যের সরকারি কর্মীদের পদোন্নতি, চালু হচ্ছে হেলথ স্কিম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ৭:৩১ অপরাহ্ন
রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ’র দাবিতে দীর্ঘদিন আন্দোলনে। এরই মাঝে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তৃণমূল কর্মী ইউনিয়ন ও অন্য কয়েকটি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে ডিএ নিয়ে কোনও কথা না বললেও রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের মূল সম্পদ তা জানাতে দ্বিধা করেন নি। তিনি আগামী তিন মাসের মধ্যে রাজ্যের যাবতীয় পদোন্নতি কার্যকর করার নির্দেশ দেন। পদোন্নতির নূন্যতম বছরও কিছুটা কমান। এ ছাড়াও রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম চালু করার কথা ঘোষণা করেন। এই স্কিমে রাজ্য সরকারি কর্মী এবং তাদের পরিবারবর্গ স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। অনেকেই ধারণা করেছিলেন, বুধবারের বৈঠকে হয়তো বকেয়া ডিএ নিয়ে কোনও সমঝোতা সূত্র বের হবে। বিষয়টি আপাতত সাবজুডিস এবং দিল্লির সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।