কলকাতা কথকতা
বিক্রি হয়ে যাচ্ছে মৃণাল সেনের বসতবাড়িটি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩১ মে ২০২৩, বুধবার, ১:৫৩ অপরাহ্ন

বলিউডে রাজ কাপুরের বাংলো, মালা সিনহার বাড়ি প্রোমোটারদের হাতে যাওয়ার পর এবার টলিউড। পরিচালক মৃণাল সেনের পদ্মপুকুরের বাড়িটি এবার বিক্রি হয়ে যাচ্ছে। শিবাঙ্গী নামের বাড়িটির সঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালকের সম্পর্কটি নিবিড়। জীবনের শেষ ১৫ বছর এই বাড়িতেই কাটিয়েছেন মৃণাল সেন। বহু বিশিষ্ট মানুষ এসেছেন এই বাড়িতে, বহু ছবির চিত্রনাট্য লেখা হয়েছে এখানেই। মৃণাল সেনের শতবর্ষে এই বাড়ি প্রোমোটারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর আমেরিকা প্রবাসী পুত্র কুনাল সেন। কুনাল বাবু বলেন, বাড়ির জানালা ভেঙে গেছে, ছাদ ফুটো হয়ে জল পড়ে। এই বাড়ি বিক্রি করে দেয়া ছাড়া উপায় কি? বাড়িটার আরকাইভাল ভ্যালু হয়তো আছে, কিন্তু রক্ষা করার জন্য প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজন পড়ে। সেই উদ্যম কোথায়? বিশ্ববন্দিত এই পরিচালকের বহু ছবির প্রিন্ট হারিয়েছে বা অবহেলায় নষ্ট হয়ে গেছে। তাঁর এপিক ফিল্ম পুনশ্চ এবং অবশেষে চিরতরে হারিয়ে গেছে। সংরক্ষণে এগিয়ে আসেনি কেউ। এইভাবেই নষ্ট হয়েছে তাঁর করা কালজয়ী বেশ কিছু চিত্রনাট্য। কুনাল সেনের কথায়- বাবা কোনোদিনই গোছানো মানুষ ছিলেন না। সব হারিয়েছে। আমার কাছে কিছু কাগজপত্র আছে। ব্যাস, ওই পর্যন্তই। ভারতীয় চলচিত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়। শতবর্ষে বাঙালি হারাতে চলেছে তাঁর বসতবাড়িটিও।