কলকাতা কথকতা
দাঙ্গাবিধস্ত মণিপুরে যেতে চেয়ে মমতার আবেদন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৩০ মে ২০২৩, মঙ্গলবার, ৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২২ অপরাহ্ন

হিংসা বিধ্বস্ত মণিপুরে যেতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি মঙ্গলবার মনিপুর যাওয়ার অনুমতি প্রার্থনা করেছেন কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন তিনদিনের সফরে মণিপুরে। দফায় দফায় তিনি বৈঠক করছেন মণিপুর প্রশাসন এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সঙ্গে। বৈঠক করেছেন সেনাদের সঙ্গেও। কিন্তু, অমিত শাহ মণিপুর থাকাকালীন হিংসা কমার কোনও লক্ষণ নেই। হিংসার ২৭তম দিনে মঙ্গলবারও অগ্নি সংযোগ, লুটতরাজ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২৭ দিনে মণিপুরে মোট ১২০ জনের মৃত্যু হয়েছে-এর মধ্যে ৪০ জন জঙ্গি। এ গেল সরকারি হিসেব, এর বাইরেও বহু মৃত্যু হয়েছে বলে অভিযোগ রয়েছে। মণিপুর কার্যত জ্বলছে। এই অবস্থায় মণিপুরের অলিম্পিক রুপাজয়ী ভারতলোক মিরাবাই চানুসহ ১১ জন ক্রীড়াবিদ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন-হয় মণিপুরে শান্তি ফেরান, নয়তো আমাদের পদক ও সম্মান ফিরিয়ে নিন। এই ১১ জনের তালিকায় আছেন পদ্ম সম্মান প্রাপ্ত ভারত্তোলক কুঞ্জরানী দেবী, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন নেত্রী বেম বেম দেবী, মুষ্টিযোদ্ধা সরিতা দেবী প্রমুখ। উল্লেখ্য, মণিপুরে ৩রা মে মেইতেই সম্প্রদায় এবং নাগা-কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়। তার রেশ এখনও চলছে।