কলকাতা কথকতা
সাইবার ক্রাইমের শিকার কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচাৰ্য
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৯ মে ২০২৩, সোমবার, ৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৭ অপরাহ্ন

সাইবার ক্রাইমের শিকার হয়ে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা খোয়ালেন কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে সুব্রতর এই টাকা লোপাট হয়েছে। সোমবার সন্ধ্যায় সুব্রত নিজের গল্ফ গ্রিন এর বাড়িতে বসে বলছিলেন, তার মাথা কাজ করছে না। কীভাবে টাকাটা গেল তিনি বুঝতেই পারছেন না। ব্যাংক থেকে তিনি একটি মেসেজ পান যে, তার একাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। তিনি নিজে কোনও টাকা তোলেননি। তার পরিবারের কেউ টাকা তোলেনি। সোমবার তিনি ব্যাংকে গিয়ে দেখেন যে, তার সেভিংস অ্যাকাউন্ট থেকে সাড়ে ১৬ লাখ টাকা গায়েব হয়ে গেছে। ভারতীয় ফুটবলের বর্তমান আইকন সুনীল ছেত্রীর শ্বশুর সুব্রতর বিস্ময়ের ঘোর এখনও কাটেনি। তিনি কী কোনও লিংক প্রেস করেছিলেন? সুব্রত জানান, এই রকম কোনও লিংক তিনি খোলেননি। লালবাজার সাইবার সেলের এক অফিসার জানান, জানতাড়ার একটি ঠগীদের গোষ্ঠী এই মুহূর্তে কলকাতায় সক্রিয়। এটি তাদের কাজ বলেই মনে করা হচ্ছে। কোনও ভাবে তারা সুব্রত ভট্টাচার্যের এটিএম কার্ড ক্লোন করেছিল বলে তাদের অনুমান। সুব্রত দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন, ক্যাপ্টেনও ছিলেন সবুজ মেরুনের। বাংলার হয়ে সন্তোষ ট্রফি এবং ভারতীয় দলে খেলেছেন। ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। তার পুত্র সাহেব ভট্টাচার্য সফল অভিনেতা, মেয়ে মেম ভট্টাচাৰ্য একজন মহিলা ব্যবসায়ী ও ভারতীয় দলের খেলোয়াড় সুনীল ছেত্রীর স্ত্রী।