বিনোদন
মিথিলা বলছেন অন্য কথা
স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২৩, সোমবার.webp)
সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে! কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা এই দম্পতির নাম প্রকাশ না করে ইঙ্গিতপূর্ণভাবে এমন দাবি করেছে। আর এমন খবরে সরগরম হয়ে উঠেছে দেশি শোবিজও। আলোচনায় উঠে এসেছে বিষয়টি। যদিও এই খবরে তেমন কোনো প্রতিক্রিয়া নেই মিথিলার। বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও তিনি বলছেন অন্য কথা। শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মিথিলা। শুটিংয়ের ফাঁকে মুঠোফোনে তিনি বলেন, এ রকম কোনো খবরের সঙ্গে আমি অন্তত সম্পৃক্ত নই। খবরে তো আমার নামও নেই। তাই না! তবে একটি ঘনিষ্ঠ সূত্র থেকেও জানা গেছে, মিথিলা ও সৃজিত বিচ্ছেদের পথেই হাঁটছেন। সৃজিত নাকি এরইমধ্যে অন্য এক তরুণীকেও মন দিয়ে ফেলেছেন।
এদিকে আনন্দবাজারের খবরে বলা হয়, একজন টলিউডের হিট পরিচালক।
নিজের অন্য কাজের কারণে দেশের বাইরেই কাটাতে হয় অনেকটা সময়। পরিচালক সেই ফাঁকেই মন দিয়েছেন অন্যকে। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষা, আজকাল পার্টিতে সারাক্ষণ নতুন নারীই নাকি পরিচালকের সঙ্গী। সে খবর পৌঁছে গেছে তার স্ত্রীর কাছেও। ঘনিষ্ঠ সূত্রে খবর, আর দু’মাসের মধ্যেই সম্পর্ক চুকিয়ে নিজের দেশে ফিরে যাবেন অভিনেত্রী। তবে পরিচালককে এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন অভিনেত্রী। এবার দেখা যাক, কোন দিকে বাঁক নেয় তাদের সম্পর্ক! এমন খবরে মিথিলা খানিক মুখ খুললেও চুপচাপ রয়েছেন সৃজিত। উল্লেখ্য, ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা। এর আগে তাহসানের সঙ্গে মিথিলার ১১ বছরের সংসার ভেঙে যায়।
পাঠকের মতামত
Allah tader k hedyet dan korun.
বারভোগ্যার ব্যাপার। এ আর আশ্চর্য্য কি? আরো আগেই যে চোষা আটি ছুঁড়ে ফেলে দেয়নি সৃজিত বাবু সেটাই আশ্চর্য্য !
She is a shameless lady!!!!!!
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]