বিনোদন
মুখ খুললেন বুবলী
স্টাফ রিপোর্টার
২৯ মে ২০২৩, সোমবারযুক্তরাষ্ট্রে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের সংসারে পুত্র সন্তানও রয়েছে। তবে সম্প্রতি দু’জনের সম্পর্কে চরম তিক্ততার সৃষ্টি হয়েছে। তবুও তাদের নিয়ে ভক্ত-দর্শকদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি বুবলী শাকিবের সঙ্গে প্রেম ও বিয়ে বিষয়ে মুখ খুলেছেন। এ নায়িকা বলেন, আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিলেন। তারপর ধীরে ধীরে একে অপরকে মন দেই। তাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল বেশ পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। তার দায়িত্ববোধ দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি।
সেই থেকে প্রেমের শুরু। শাকিবের সঙ্গে বেশ কিছুদিন প্রেম পর্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা। অথচ একটা সময় নাকি প্রেমের ঘোর বিরোধী ছিলেন বুবলী। তিনি বলেন, প্রেম অনেক দূরের কথা, ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন। এজন্য আমার দিকে তেমন ছেলেরা তাকাতো না। চোখাচোখি হলেও কথা বলার সুযোগ থাকতো না।