বিশ্বজমিন
লন্ডনে নওয়াজ শরীফের ওপর হামলার খবর, পরিবার বলছে ভিন্ন কথা
মানবজমিন ডেস্ক
(৪ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন

শনিবার সন্ধ্যায় পাকিস্তানে একটি খবর ছড়িয়ে পড়ে। তাতে বলা হয় মধ্য লন্ডনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে। কিন্তু ওই হামলা নওয়াজ শরীফের ওপর নয় বলে জানিয়েছে অনলাইন জিও টিভি। এতে বলা হয়েছে, ঘটনার সময় বন্ড স্ট্রিটে একটি কফির দোকানে ছিলেন নওয়াজ শরীফ। সঙ্গে ছিলেন দু’জন দেহরক্ষী ও গাড়ির চালক। এ সময় এর বাইরে ব্লাক লাইভস ম্যাটার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নিজেদের অধিকার আদায়ের জন্য ওই স্থানটিকে বেছে নিয়েছিলেন ওই বিক্ষোভকারীরা। তা নিয়ে খুররম ভাট টুইট করেন যে, নওয়াজ শরীফের ওপর হামলা হয়েছে। এর পাশেই ছিল নওয়াজ শরীফের গাড়ি পার্ক করা। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী কফি ছুড়ে মারেন।
কিন্তু পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) কর্মী খুররম ভাট টুইটে বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর হামলা করেছে পিটিআই সমর্থকরা। টুইটের পর তিনি জিও টিভিকে নিশ্চিত করেন, প্রায় ১০ জন পিটিআই কর্মী নওয়াজ শরীফের ওপর হামলা চালিয়েছে। তবে নওয়াজ শরীফ অক্ষত আছেন। হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশি নিরাপত্তায় নিয়েছে। তিনি একটি গাড়ি, পুলিশ এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ছবিও শেয়ার করেন। পরে তিনি ওই টুইট মুছে ফেলেন। নওয়াজ শরীফের পারিবারিক সূত্র বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপর কোনো হামলা হয়নি। ঘটনার সময়ে তিনি সেখানে একটি কফি শপে ছিলেন।
পাঠকের মতামত
প্রধান বিচারপতিকে মরিয়ম নওয়াজ: আপনার শাস্তি পাওয়া উচিত, দেশ বিদেশী বন্ধুরা আপনারা বলুন তার কি শাস্তি পাওয়া উচিত? আমাদের দেশের অবস্থা ও ভালো না. আল্লাহ সবাইকে হেফাজত করুন.
খুররম ভাটের মত অতি উৎসাহি তোষামোদ কারিরা যত সব গণ্ডগোল সৃষ্টি কারি । দেশে দেশে এরকম পাচাটা তোষামোদ কারির অভাব নাই ।
আবদুল্লাহ ইবনে উবাই'রা কোথাও নিরাপদ নয়।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]