বাংলারজমিন
১০ বছরের সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পালালো ডুমুরিয়ার গৃহবধূ
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
(৩ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১২:২১ অপরাহ্ন
প্রেমিকার হাত ধরে ১০ বছরের সন্তান ও ১৮ বছরের সংসার রেখে পালালেন গৃহবধূ হোসনেয়ারা বেগম। স্ত্রীকে ফিরে পাওয়ার আসায় স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে ১৮ বছর আগে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের শরীয়তুল্লাহ সরদারের ছেলে আব্দুল খালেক সরদারের সাথে পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের হোসেন সরদারের মেয়ে হোসনেয়ারা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে তামিম সরদার নামের ১০ বছর বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।
বিয়ের পর থেকে হোসনেয়ারা স্বামীর অবাধ্য হয়ে নিজের খেয়াল খুশিমত চলাফেরা করতে শুরু করে। একপর্যায়ে তার শ্বাশুড়ির সহায়তায় নগর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এরপর থেকে সে আর সংসার করবে না এই মর্মে একাধিকবার পিত্রায়লে চলে যায়। ৮ মে সন্ধ্যায় বাড়িতে না থাকার সুযোগে ওই গৃহবধু নগদ টাকা, স্বর্ণালংকার ও ব্যবহৃত কাপড় নিয়ে জাহাঙ্গীর শেখের সাথে তার বাড়িতে চলে যায়। একাধিকবার যোগাযোগ করে স্ত্রীকে না পেয়ে গত ২১ মে গৃহবধূর স্বামী খালেক সরদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
।