ঢাকা, ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

প্রেমের টানে গিয়ে তিন বছর বাংলাদেশের জেলে, আমপান শেখকে তাড়া করে বেড়াচ্ছে দুঃস্বপ্ন

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৪ মাস আগে) ২৮ মে ২০২৩, রবিবার, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০৪ অপরাহ্ন

mzamin

তখনও গোঁফের রেখা সেভাবে ওঠেনি। হায়দরাবাদ থেকে দেয়া একটি মিসড কলের সুবাদে আঠারো বছরের মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা আমপান শেখের পরিচয় হয় বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডার বাসিন্দা এক কিশোরীর সঙ্গে। হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করা আমপানের সঙ্গে কাজ করতো আকাশ শেখ। ওই কিশোরীর কাকা। সেই মধ্যস্থতার কাজটি করে। টেলিফোনের প্রেমকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমপান ২০২০ সালের ৯ই সেপ্টেম্বর বেআইনি পথে সীমানা অতিক্রম করে বাংলাদেশে যান। 

১১ই সেপ্টেম্বর তিনি যখন ভারতে ফিরছেন তখন বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবির হতে ধরা পড়েন আমপান। বেআইনি অনুপ্রবেশের জন্যে তিন মাসের জেল হয় তার। আইনের জালে এই তিন মাস তিনবছরে রূপান্তরিত হয়। এই তিন বছরে প্রেমিকা ওই কিশোরী বা তার আত্মীয় পরিজন কেউ খবর নেয়নি আমপানের। আঠারো থেকে একুশ হওয়া আমপানের প্রেমিকা কিশোরীর আত্মীয়স্বজনই বাংলাদেশ বর্ডার গার্ডকে খবর দিয়েছিলো। 

লাল ফিতে ছাড়াবার তাড়নায় বারবার বাংলাদেশে ছুটে গেছেন আমপানের বাবা কাঠমিস্ত্রি ইসমাইল শেখ।

বিজ্ঞাপন
কিন্তু সুরাহা পাননি। অবশেষে ঢাকার ভারতীয় হাই কমিশন ও কলকাতার বাংলাদেশ উপ দূতাবাসের ব্যবস্থাপনায় আমপান ছাড়া পান। বৃহস্পতিবার গেদে সীমান্ত দিয়ে ঘরে ফেরেন আমপান। বাংলাদেশের জেলে ব্যবহার ভালো পেলেও দুঃস্বপ্ন এখনও তাড়া করে ফিরছে আমপানকে। প্রেমিকদের জন্যে তার পরামর্শ- পিরিতি কাঁঠালের আটা, ধরলি পড়ে ছাড়ে না- অতএব গোলেমালে গোলেমালে পিরিত করো না। অন্তত মিসড কলে তো নয়ই!

পাঠকের মতামত

কিন্তু নামটা যদি শেখ না হতো তাহলে সম্ভবত এই ঝামেলা হতো না। উদাহরণ দেখে নিন।

মুহাম্মদ নূরুল্লাহ
২৬ জুন ২০২৩, সোমবার, ১:২৮ পূর্বাহ্ন

বেআইনি অনুপ্রবেশের জন্যে তিন মাসের জেল হয় তার। আইনের জালে এই তিন মাস তিনবছরে রূপান্তরিত হয়। ........ zader karone eta holo, oder bicar kono din hoy na.

parvez
২৯ মে ২০২৩, সোমবার, ২:০০ পূর্বাহ্ন

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status