বিনোদন
নিন্দুকদের পাত্তা দেন না নোরা
বিনোদন ডেস্ক
২৮ মে ২০২৩, রবিবার
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে তারকাদের যেমন জনপ্রিয়তা বেড়েছে, তেমনি বেড়েছে দুশ্চিন্তাও। প্রতিনিয়ত ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হতে হয় তাদের। পান থেকে চুন খসলেই বিদ্রূপের তীরবিদ্ধ হয় তাদের বুকে। তবে এসব বিদ্রূপ-সমালোচনাকে মোটেও পাত্তা দেন না বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি। তার মতে, নিন্দুকদের এত পাত্তা দেয়ার কিছু নেই। ‘আইফা-২০২৩ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের জন্য দুবাই রয়েছেন নোরা ফাতেহি। গতকাল পাওয়ার-প্যাকড পারফরম্যান্সের মাধ্যমে আইফা-২০২৩ মঞ্চে আগুন জ্বেলেছেন তিনি। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের কাদা ছোড়াছুড়ি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, যারা নিন্দা করে, আমি তাদের উপেক্ষা করি।
অনেক মহান জিনিস ঘটছে আমাদের চারপাশে। তাই নিন্দুকদের এত গুরুত্ব দেয়ার দরকার নেই। আমিও দেই না।