বিনোদন
দুইশত পর্বে ‘পিতা বনাম পুত্র গং’
স্টাফ রিপোর্টার
২৮ মে ২০২৩, রবিবার
দুইশত পর্ব স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’। আজ প্রচারিত হবে এর ২০০তম পর্ব। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি। বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশি প্রমুখ।