কলকাতা কথকতা
এই বাংলায় নিজের দেশকে খুঁজে পেয়েছি, কলকাতা বড় আপন: জয়া আহসান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ মে ২০২৩, শনিবার, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

এই বাংলায় নিজের দেশকে খুঁজে পেয়েছেন, কলকাতাকে তাঁর বড় আপন বলে মনে হয়। বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান কলকাতার এক বিশিষ্ট সংবাদপত্রকে একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। জয়া আহসান বলেছেন যে, তাঁর পরলোকগত বাবা বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিলেন। ইন্ডিয়াকে আলাদা একটি দেশ বলে তিনি কখনও ভাবতে শেখাননি। বাংলাদেশের থেকেও তিনি কলকাতায় বেশি ছবি করেছেন- এই প্রসঙ্গে জয়া আহসান জানান, এখানে তিনি কাজ বেশি পেয়েছেন বলে করেছেন। বাংলাদেশেও তিনি কম ছবি করেননি। কিছুদিন তিনি স্বেচ্ছা ব্রেক নিয়েছিলেন, সেটাও ওদেশে কম ছবি করার কারণ হতে পারে। তবে, যে কোনো শিল্পীর ব্রেক নেয়াটা প্রয়োজন বলে জয়া মনে করেন। জয়া আহসানের দেখানো পথ ধরে কলকাতায় কাজ করেছেন ও করছেন তাসনিয়া ফারিণ, অপি করিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা-অভিনেত্রীরা, নিজেকে কি ট্রেন্ডসেটার মনে হয়? জয়া আহসান জানান, সেইরকম কোনো ধারণা তিনি পোষণ করেন না। হ্যাঁ, তাঁর অভিনয় লোকের ভালো লাগে, একটা মান তো নির্ধারিত হয়েই গেছে। তাঁর ধারণা চঞ্চল চৌধুরী এটা ভালোভাবেই বহন করবেন। কৌশিক গঙ্গোপাধ্যায় এর অর্ধাঙ্গিনীতে অভিনয় করছেন জয়া। বললেন- কৌশিক দার ছবিতে অভিনয় করা একটা আলাদা অভিজ্ঞতা। হয়তো পরিচালক এবং নায়িকা সংবেদনশীল বলেই রসায়নটা ভালো ফুটে ওঠে।