বিশ্বজমিন
‘শিগগিরই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইবেন ইমরান খান’
মানবজমিন ডেস্ক
(৫ দিন আগে) ২৬ মে ২০২৩, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন

পাকিস্তানের দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সল করিম কুন্ডি বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইবেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। ফয়সল করিম বলেন, আপনাদেরকে কিছু খবর জানাতে চাই। তা হলো, আমার সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, খুব শিগগিরই আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করবেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন জিও টিভি।
৯ই মে ইমরান খানকে গ্রেপ্তারের পর রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সসহ সামরিক স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে পিটিআই নেতাকর্মীরা। তারপর থেকে রাষ্ট্রীয় তীব্র চাপের মুখে রয়েছে দলটি। সেনাবাহিনী ওই দিনটিকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে। সঙ্গে সরকারও তাতে সায় দিয়েছে। ওদিকে ওই ঘটনার সঙ্গে জড়িত দলটির বেশ কয়েকজন নেতা, বিপুল সংখ্যক কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিচার হচ্ছে পাকিস্তান সেনা আইন ও অফিসিয়াল সিক্রেট আইনে।