বাংলারজমিন
মুন্সীগঞ্জে নিখোঁজের পর ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৩, শুক্রবার
মুন্সীগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পর পরিত্যক্ত একটি ধান ক্ষেত থেকে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাঠপট্টি এলাকার একটি পরিত্যক্ত ধান ক্ষেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম সদর উপজেলার সর্দারপাড়া এলাকার মৃত আলেক খাঁর ছেলে। সে পঞ্চসারের কাটপট্টি এলাকার মাতৃভাণ্ডার অটোরাইস মিলে কিছুদিন ধরে কাজ করছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তিনি। পরিবারের দাবি ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল ইসলামকে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধলেশ্বরী নদীর তীরের কাছে একটি পরিত্যক্ত ধানের ক্ষেতে পড়ে থাকা একটি টিনের চালার নিচে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ দেখে স্থানীয়রা।
তার হাতে একটি মোবাইল ফোন ছিল। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সিরাজুলের মেয়ে বিলকিস খানম বলেন, বুধবার বিকাল পর্যন্ত লোকজন বাবাকে দেখেছে। কিন্তু সন্ধ্যার পর আর খোঁজ পাওয়া যায়নি। বাবার সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সমস্যার কারণে ডেকে হত্যা করেছে মাতৃ ভাণ্ডারের লোকজন। আমার বাবার হত্যার বিচার চাই। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান তারেক বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি অন্য কারণে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে।