বিশ্বজমিন
পাকিস্তান
সিনিয়র সাংবাদিক সামি আব্রাহামকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৪ অপরাহ্ন

পাকিস্তানের সিনিয়র সাংবাদিক সামি আব্রাহামকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা। সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, সামিকে পুলিশই ধরে নিয়ে গেছে। তবে পুলিশ এ কথা অস্বীকার করে সামিকে খুঁজে বের করতে সকল সহায়তার আশ্বাস দিয়েছে। বুধবার তার ইসলামাবাদের বাড়িতে যাওয়ার পথে রাস্তা থেকে সামিকে ধরে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো ধারণা নেই তার পরিবারের।
পুলিশ জানিয়েছে, সামিকে খুঁজে বের করতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে তারা। তার ভাই আলি রেজা আবপারা পুলিশ স্টেশনে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। চারটি গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে তার পরিবার। সামি বোল টিভিতে কাজ করেন। অপহরণের সময় তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। ৮ থেকে ১০ জন অজ্ঞাত মানুষ তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
ঘটনার সময় সামি আব্রাহামের গাড়ি চালক আরশাদ তার সঙ্গে ছিলেন। তবে আরশাদকে ছেড়ে দেয়া হয়। তবে তার মোবাইল ফোন কেড়ে নেয় অপহরণকারীরা। নিয়ে যাওয়া হয় সামির গাড়ির চাবিও।