কলকাতা কথকতা
আমার কথা উঠলেই রাজনীতি টেনে আনা হয় কেন? সৌরভের প্রশ্ন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৬ মাস আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৯ অপরাহ্ন

আমার কথা উঠলেই রাজনীতি টেনে আনা হয় কেন? ব্যথিত সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্নটি ছুঁড়ে দিলেন মানবজমিন সহ বাছাই করা কিছু সংবাদ মাধ্যমের দিকে। তিনি ত্রিপুরা সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বলে বঙ্গের রাজনৈতিক দুনিয়ায় ঝড় উঠেছে। শুরু হয়ে গেছে তৃণমূল আর বিজেপির কাজিয়া। আর এইরকম এক মুহূর্তেই সৌরভ মুখোমুখি হয়েছিলেন বাছাই করা কিছু মিডিয়ার। সেখানেই খোলাখুলি সৌরভ প্রশ্ন করেন- কোনো কিছু করার স্বাধীনতা কী আমার নেই! ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক (মানিক সাহা) যখন ত্রিপুরা ক্রিকেট আসোসিয়েশনের সভাপতি আমি তখন বোর্ড প্রেসিডেন্ট। আমাদের দুজনের মধ্যে অন্তরঙ্গতা ছিল। সেই মানিক যখন ফোন করে বলল, ত্রিপুরার কয়েকটা ট্যুরিজম স্পটকে প্রমোট করতে হবে, আমি রাজি না হওয়ার কোনো কারণ দেখিনি। প্লিজ, এর মধ্যে বিজেপি নেই, তৃণমূল নেই, অযথা রাজনীতি টেনে আনবেন না। সৌরভ কতগুলি উদাহরণ দেন- শাহরুখ খান বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অমিতাভ বচ্চন গুজরাট ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শচীন টেন্ডুলকার কেরলের, মহেন্দ্র সিং ধোনি ঝাড়খন্ডের, ঋষভ পন্থ উত্তরাখন্ডের, এই নিয়ে কোনো প্রশ্ন ওঠে। রাজনীতি আসে? তাহলে আমার বেলায় কেন? সৌরভ বলেন- আমি খুব সাধাসিধা জীবনযাপন করি।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]