কলকাতা কথকতা
নুসরাত ফের স্বমহিমায়
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২২ মে ২০২৩, সোমবার, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে বিয়ে, সন্তান ধারণ ইত্যাদি বিষয়ে ব্যস্ত থাকায় সক্রিয়ভাবে রাজনৈতিক মঞ্চে দীর্ঘদিন সেভাবে দেখা যায়নি তৃণমূলের সংসদ সদস্য, টলিউডের সুপারস্টার অভিনেত্রী নুসরাত জাহানকে। যদিও নিজের নির্বাচন ক্ষেত্র বসিরহাটের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। নানা কল্যাণমূলক প্রকল্পে অংশ নিতেও দেখা গেছে বসিরহাটের সংসদ সদস্যা কে। এবার তিনি আবার মঞ্চে উঠলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা বসিরহাটে শেষ হতেই বিজেপি বিরোধী মঞ্চ থেকে নুসরাত জাহান ডাক দিলেন গেরুয়া পার্টির অবসানের। তিনি বললেন, দুহাজার একুশে ইস্কো বার দো শো পার স্লোগান দিয়ে বিজেপি এসেছিলো। নির্বাচনের শেষে পালাবার রাস্তা খুঁজে পায়নি। দু হাজার চব্বিশের নির্বাচনে ওদের শেষ করে দিতে হবে। বিজেপি দেখলেই তেড়ে যাবেন। কমব্যাট করবেন। দেখবেন ওরা পালাবার পথ পাবে না। এক ইঞ্চিও জমি ছাড়বেন না বিজেপিকে। নুসরাত জানান যে বসিরহাটের জন্য তাঁর বড় পরিকল্পনা আছে। তিনি এই কেন্দ্রের জন্যে আরও সময় দেয়ার কথা ঘোষণা করেন।