শিক্ষাঙ্গন
২৫শে মে’র দাখিল পরীক্ষা স্থগিত
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার, ৮:৫৯ অপরাহ্ন

অনিবার্য কারণ উল্লেখ করে চলমান দাখিল পরীক্ষার আগামী ২৫শে মে’র (বৃহস্পতিবার) পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে গত ১৪ই মে ঘূর্ণিঝড় মোখায় স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে বোর্ড।
বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ২০২৩ সালের দাখিল পরীক্ষার বৃহস্পতিবারের (২৫শে মে) অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত (তত্ত্বীয়) বিষয়ের (বিষয় কোড-১১৫) পরীক্ষা একযোগে দেশের সকল কেন্দ্রে স্থগিত করা হলো। এছাড়া পূর্বে স্থগিতকৃত ১৪ই মে এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭শে মে (শনিবার) এবং ২৫শে মে এর স্থগিত হওয়া পরীক্ষা ২৮শে মে (রোববার) অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, সকল বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ২৯শে মে (সোমবার) থেকে ৪ঠা জুনের (রোববার) মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে বলে।
এছাড়া ৫ই জুনের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু করতে হবে। নিজ নিজ ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না।
মন্তব্য করুন
শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়/ পরীক্ষা দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা, প্রক্টর তুলে দিলেন পুলিশের হাতে
ক্লাস শুরু ৮ই অক্টোবর/ একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]