কলকাতা কথকতা
রিজওয়ানুরের বাড়িতে ঈদ উদযাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ মাস আগে) ২২ এপ্রিল ২০২৩, শনিবার, ৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৭ পূর্বাহ্ন

সেই রিজওয়ানুর রহমানকে মনে আছে? বিশিষ্ট এক শিল্পপতির কন্যার সঙ্গে গ্রাফিক্স - এনিমেশনের ক্লাসে প্রেম। শিল্পপতির বাড়ির আপত্তি। এরপর রিজওয়ানুরের মৃতদেহ পাওয়া যায় রেললাইনের ধারে। খুন না দুর্ঘটনা তা আড়ালেই থেকে যায়। মমতা বন্দোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। তার নেতৃত্বে রিজওয়ানুরের মৃত্যু নিয়ে তদানীন্তন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কলকাতা অগ্নিগর্ভ হয়েছিল। বাংলাদেশের সাহিত্যিক তসলিমা নাসরিনকে বাংলা ছেড়ে দিল্লিতে আশ্রয় নিতে হয়েছিল। রিজওয়ানুরের ভাই রুকবানুর বিধায়ক হয়েছেন। সেদিনের বিরোধী নেত্রী মমতা আজ মুখ্যমন্ত্রী। আজ ঈদের দিন রেড রোডের নামাজ শেষে সোজা রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দোপাধ্যায়।