কলকাতা কথকতা
ভুল বুঝিয়ে ওরা দলে নিতে চেয়েছিল- মুকুল রায়, মমতা বললেন তুচ্ছ ঘটনা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৩, বুধবার, ৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৫ পূর্বাহ্ন

দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে মুকুল রায় দাবি করলেন, ওরা (তৃণমূল ) তাকে ভুল বুঝিয়ে দলে নিতে চেয়েছিল। একদিন তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন। সেখানে মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সিরা ছিলেন। হঠাৎ তাকে অভিষেক উত্তরীয় পরিয়ে দলে নেয়ার কথা ঘোষণা করে।
একদিন বা দু’দিন তিনি তৃণমূলের সঙ্গ করেছিলেন। তিনি রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ছিলেন, থাকবেন। দল তাকে কোনও কাজ দিলে করবেন। অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। এখন আবার মূল স্রোতে ফিরতে চান।
মুকুল রায়ের এই বক্তব্য প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দোপাধ্যায় বলেন, জোর করে কেউ কাউকে দলে নিতে পারে না যদি না সেই ব্যক্তির ইচ্ছা থাকে। মুকুল রায় পাঞ্জাব যাবেন না মুম্বাই যাবেন সেটা তার ইচ্ছা। আমরা তাকে বিজেপি বিধায়ক বলেই জানি।