ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

১৫২ বিদেশি বন্দি নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ

আল-আমিন
১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
mzamin

দেশের কারাগারে থাকা ১৫২ জন বিদেশি বন্দিকে নিয়ে বিপাকে কারা অধিদপ্তর। তাদের সাজার মেয়াদ  শেষ হলেও অভিভাবক ও সংশ্লিষ্ট দেশের গ্রিন সিগন্যাল না পাওয়ার কারণে আটকে রয়েছে মুক্তির বিষয়। এইসব বন্দিরা থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, ফিলিপাইন, তাঞ্জানিয়া, নাইজেরিয়া, চাঁদ, লাইবেরিয়ার নাগরিক। বন্দিদের নিজ দেশে ফেরতের ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়ে কোনো সাড়া পায়নি। বন্দিদের অনেকেই ইংরেজি না বলতে পারার কারণে তাদের ভাষা বুঝতে পারা নিয়েও রয়েছে বহু জটিলতা। দেশের ৬৭টি কারাগারে বিভিন্ন দেশের বন্দি রয়েছেন ৪২০ জন। এর মধ্যে কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন ৮৭ জন। 

ওই ৮৭ জনের মধ্যে ৪ জন বিদেশি নারী বন্দি রয়েছেন। মাদক চোরাচালান, অবৈধ উপায়ে স্বর্ণপাচার, নানারকম প্রতারণা, জাল ডলার ব্যবসা, পাসপোর্ট জটিলতা, অবৈধ ভিওআইপি’র ব্যবসা ও মানবপাচারের অভিযোগে বন্দি রয়েছেন তারা। জামিন, আইনগত  জটিলতা ও সংশ্লিষ্ট দেশ নাগরিকত্ব স্বীকার না করায় ১৫২ জন বন্দি জেলখানা থেকে মুক্ত হতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানালেও কোনো সমাধান মেলেনি।

বিজ্ঞাপন
তবে কারা কর্তৃপক্ষ ওইসব দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। 
এ বিষয়ে অতিরিক্ত কারা-মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান মানবজমিনকে জানান, ‘নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বিদেশি বন্দিরা দেশের বিভিন্ন কারাগারে রয়েছে। 
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারাগারে দিন দিন বাড়ছে বিদেশি বন্দিদের সংখ্যা। গত বছরে সারা দেশের কারাগারে প্রায় ৩০০ জন বন্দি ছিল। চলতি বছরে বিদেশি বন্দির সংখ্যা বেড়েছে। তারা বাংলাদেশে এসে অপরাধপ্রবণতায় জড়িয়ে অথবা নানা কারণে এখন জেলে রয়েছেন। 

সূত্র জানায়, যারা বন্দি রয়েছেন তারা অধিকাংশই প্রতারণা ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় বন্দি রয়েছেন। আফ্রিকা মহাদেশের একাধিক দেশ, ইউরোপসহ অন্যান্য দেশের নাগরিকরা ভিজিট ও বিজনেস ভিসা নিয়ে দেশে এসেছিলেন। তারা বাংলাদেশে এসে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছিলেন। এ সময় তাদের নামে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
বিদেশি বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য হলো- পাকিস্তানের ১৭ জন, ভারতের ১৭ জন, ক্যামেরুনের ৭ জন, মালয়েশিয়ার ৭ জন, চীনের ৬ জন, নাইজেরিয়ার ৬ জন, ইউক্রেনের ৬ জন, মিয়ানমারের ৪ জন, গিনির ৪ জন, জাপানের ৪ জন, পেরুর ২ জন, মালির ১ জন, দক্ষিণ কোরিয়ার ১ জন, নেপালের ১ জন, যুক্তরাষ্ট্রের ১ জন, স্পেনের ১ জন, আলজেরিয়ার ১ জন, জার্মানির ১ জন, তাঞ্জানিয়ার ৩ জন। এরমধ্যে ৪ জন বিদেশি নারী বন্দি রয়েছেন। ওইসব দেশ হচ্ছে, পাকিস্তানের ১ জন, ভারতের ১ জন ও তাঞ্জানিয়ার ২ জন রয়েছেন। 

সূত্র জানায়,  যেসব বন্দি কারাগারে রয়েছেন তাদের নিজ দেশে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু, কিছু দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা চিঠি দিয়ে আবার বলেছে যে, তারা তাদের দেশের নাগরিক নয়। তারা অন্য দেশের নাগরিক। তারা তাদের দেশে ওই বন্দিকে ফেরত নিতে রাজি হয়নি। এতে পাসপোর্ট ও আইনগত জটিলতার কারণে তারা কারাগার থেকে মুক্ত হতে পারছেন না। কারা কর্তৃপক্ষ বার বার সংশ্লিষ্ট দূতাবাসকে অবহিত করার পরও তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অভিহিত করবেন বলে জানা গেছে।  

সূত্র জানায়, ১৫২ জন ছাড়া অন্য যেসব বন্দি কারাগারে আছেন তাদের দেখতে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের কর্মকর্তারা কারাগারে গিয়ে সাক্ষাৎ করেন। তারা তাদের মামলার সর্বশেষ খবর নেন। ওইসব বন্দি মুক্ত হলে তাদের নিজ দেশে ফেরত নেয়ার আশ্বাস প্রদান করেন দূতাবাসের কর্মকর্তারা।  
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারাগারে বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য আলাদা সেলে রাখা হয়। ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ওইসব সেলের বাইরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়ে থাকে। তবে বিদেশি বন্দিরা কারাগারের অন্য হাজতিদের মতোই একই রকম খাবার পেয়ে থাকেন। বিদেশি বন্দিরা ভালো খাবার না পেলেও তারা কারারক্ষীদের সঙ্গে মারমুখী আচরণ করে। এ কারণে কারা কর্তৃপক্ষ তাদের ভালোমানের খাবার সরবরাহ করে থাকে।

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status