কলকাতা কথকতা
ভারতে প্রভাবশালীর তালিকায় শীর্ষে নরেন্দ্র মোদি, মমতা ১৩ নম্বরে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৭ অপরাহ্ন

ভারতে বহুল প্রচারিত সংবাদপত্র গোষ্ঠী ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রথম নামটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কারিশমা ও অবদানের কারণেই তিনি এক নম্বর স্থানটি পেয়েছেন বলে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ১৩ নম্বর জায়গাটি পেয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তৃতীয় স্থানে বিদেশ মন্ত্রী কে জয়শঙ্কর। চতুর্থ স্থানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর। পঞ্চম স্থানে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ষষ্ঠ স্থানে আছেন আর এস এস প্রধান মোহন ভগবত। তার পরের স্থানে বিজেপির সভাপতি জগৎ প্রতাপ নাড্ডা। অষ্টম স্থানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেমন আছেন, তেমনই দশম স্থানে জায়গা পেয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।