কলকাতা কথকতা
ঋদ্ধিমান সাহা বাদ, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাত কোটি রুপির ক্লাবে রবীন্দ্র জাদেজা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:২৪ পূর্বাহ্ন
ঋদ্ধিমান সাহা যে ভারতীয় ক্রিকেট বোর্ডের এলিট তালিকা থেকে বাদ যাবেন তা জানাই ছিল। শিলিগুড়ির পাপলি বাদ পড়েছেন ভারতীয় ক্যাটেগরি ক্রিকেটারদের তালিকা থেকে। চারজন মাত্র ক্রিকেটার এ প্লাস তালিকায় জায়গা পেয়েছেন। এরা প্রত্যেকেই সাত কোটি রুপি করে রিটেনার্স ফিজ পাবেন। এই তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমড়া এবং রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা এখন তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের অপরিহার্য একটি নাম। তাই তার এই তালিকায় থাকা অস্বাভাবিক কিছু নয়। এ ক্যাটেগরিতে আছেন - রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও ঋষভ পন্থ। এরা পাবেন বছরে পাঁচ কোটি রুপি। বি অর্থাৎ তিন কোটি রুপির শ্রেণিতে জায়গা পেয়েছেন - চেতেস্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব ও শুভমন গিল। এক কোটি রুপির সি ক্যাটেগরিতে আছেন- উমেশ যাদব, শিখর ধাওয়ান, কুলদীপ, দীপক হুদা, অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, জোজুবেন্দ্র চাহাল, ঈশান কিষান, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন এবং কে এল ভরত। বোর্ডের এলিট তালিকা থেকে বাদ পড়েছেন উমরান মালিক, দীপক চাহার, ঈশান্ত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, ভুবনেশ্বর কুমার, শারদুল সিং এবং ঋদ্ধিমান সাহা।