কলকাতা কথকতা
পার্থ বললেন জীবনে এত অসম্মানিত হইনি, মৃত্যু চাই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ৮:২৬ অপরাহ্ন
শিক্ষা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড, সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের সেলবন্দি। রবিবার দুপুরে তিনি সেলের রক্ষীদের গভীর ক্রোধ, অভিমানে বলেছেন- এত অসম্মানিত জীবনে হইনি। জীবন থাকতে আর বিচার পাব না। এবার আমি মৃত্যুবরণ করতে চাই। এত অসম্মান নিয়ে বাঁচা যায় না। পার্থ চট্টোপাধ্যায় বারবার জামিনের আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। আরামে, বিলাসিতায় নাকতলার বাড়িতে সময় কাটানো পার্থ জেলের জীবনে এখনও অভ্যস্ত হতে পারেননি। তাও মানিয়ে চলছিলেন, কিন্তু জেলবন্দি অন্য ছিচকে চোররা তার জীবন অতিষ্ঠ করে দিল। গত ফেব্রুয়ারিতে দুই চোর তার সেলের সামনে সমানে চিৎকার করে বলেছিল- মোটু, টুকি....
শনিবার রাতে নতুন দুই ছিচকে চোর তার সেলের সামনে দাঁড়িয়ে একনাগাড়ে স্লোগান দিতে থাকে- ‘চাকরি চোর, শিক্ষা চোর’ বলে। এদের চিৎকারে রাতে ঘুমাতে পারেননি পার্থ। রবিবার দুপুরে আইনজীবী মারফত জেল কর্তৃপক্ষকে এই অবস্থার সুরাহার জন্য চিঠি লিখেছেন পার্থ। জেল কর্তৃপক্ষ ফাঁপড়ে। কারণ, প্রেসিডেন্সি জেলে এত জায়গা নেই যে ছিচকেদের অন্যত্র সরানো হবে। পার্থ রীতিমতো চিন্তিত রাত নিয়ে। গার্ডদের বলেছেন- এত অসম্মানের থেকে মরে যাওয়া ভালো!