কলকাতা কথকতা
এল ক্লাসিকোর আসরে বার্সেলোনায় অরিজিৎ সিংয়ের গান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৭ অপরাহ্ন
ক'দিন আগে লিওনেল মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনায় বসেছিল এল ক্লাসিকোর ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এই ম্যাচের ব্যাকড্রপ ডে হঠাৎই শোনা গেল বলিউডের বিশিষ্ট গায়ক অরিজিৎ সিং এর গলা। তার বায়োরিয়া গানটি বাজানো হয় এদিন। ন্যু ক্যাম্পের দর্শকরা এই গানের তালে তালে নেচে ওঠেন। মুগ্ধ অরিজিৎ জানাচ্ছেন, তিনি গর্বিত তার গান বাজানোর জন্য। জানা গেছে বিশ্ববিখ্যাত শিল্পীদের গানই বাজানো হয় এল ক্লাসিকোর আসরে। অরিজিৎ এই গায়কদের মধ্যে জায়গা পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন, দিচ্ছেন ধন্যবাদ। ডাউন টু আর্থ শিল্পী অরিজিৎ বর্তমানে মুম্বাইয়ের বাসিন্দা হলেও জিয়াগঞ্জ এর মাটিকে ভোলেননি। ছেলেকে মুর্শিদাবাদ জেলার এই জিয়াগঞ্জ এর স্কুলেই ভর্তি করেছেন, যে স্কুলে তিনি নিজে পড়তেন। এখনও জিয়াগঞ্জে স্কুটার নিয়েই ঘোরেন অরিজিৎ। কলকাতার বন্ধুদেরও ভোলেননি যারা তাকে প্রথম ব্রেক দিয়েছিলেন। অরিজিৎ বলছেন, ওদের ভুলে গেলে তো নিজেকেই ভুলে যাওয়া হবে।