কলকাতা কথকতা
কলকাতা চিড়িয়াখানায় নতুন অতিথি জগাই-মাধাই
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ১০:৫৪ পূর্বাহ্ন
আট মাস আগে বাংলাদেশে পাচারের সময় উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে উদ্ধার হয় দুটি ভালুক শাবক। উদ্ধার করে তাদের আনা হয় আলিপুর চিড়িয়াখানায়। লালন পালনের পড়ে সেই দুই ভালুক শাবক এখন পরিণত। তাদের ছাড়া হল দর্শকদের মনোরঞ্জনের জন্যে এনক্লোজারে। কিপাররা এই দুই পুরুষ ভালুক ছানার নাম দিয়েছে জগাই আর মাধাই। কিন্তু, বিপত্তি তৈরি হয়েছে অন্যত্র। অনেকটা ছিল বেড়াল হয়ে গেল রুমাল গোছের ব্যাপার। উদ্ধার হওয়া ভালুক ছানা দুটি স্লথ বিয়ার বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু, একটু বেড়ে উঠতেই দেখা গেল এগুলি হিমালয়ান বিয়ার বা হিমালয় ভালুক। চিড়িয়াখানায় একটি হিমালয়ান ভালুক আছে। কিন্তু, সেটির বয়স হয়ে গেছে। তাই, চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঠিক করেছেন, মাদি হিমালয়ান বিয়ার এনে এই দুই পুরুষ ভালুকের সঙ্গিনী করে ব্রিডিং এর ব্যবস্থা করবেন। অর্থাৎ, জগাই-মাধাই অচিরেই সঙ্গিনী পেতে চলেছে।