কলকাতা কথকতা
অভিমানী পার্থর কণ্ঠে শুভেন্দু-দিলীপ-সুজনের নাম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৪৫ অপরাহ্ন
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার তোলা হয় সিবিআইয়ের আলিপুর বিশেষ আদালতে। চারদিকে ‘চোর’,’ চোর’ ধ্বনি এবং ‘ওকে ফাঁসি দিন’- আওয়াজের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন। বলেন, মন্ত্রী হিসেবে তিনি মাথায় ছিলেন এটা সত্য, কিন্তু দুর্নীতির বিষয় তিনি কিছু জানেন না। অভিমানী পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন-মন্ত্রী হওয়াটা অপরাধ নাকি? তিনি বিচারপতিকে বলেন যে, আট মাস তিনি ‘গুহাবন্দি’ হয়ে আছেন। বেঁচে থাকতে এই বিচার শেষ হবে বলে তিনি মনে করেন না। বাইরে বেরিয়ে প্রিজনভ্যানে ওঠার সময় পার্থ বলেন- তুমি মহারাজ চোর হলে আজ...। আপনারা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীদের জিজ্ঞাসা করুন, নিয়োগ নিয়ে দুর্নীতিতে ওরা কত টাকা কামিয়েছেন। উত্তরবঙ্গে ওরা কী করেছেন। আমার কাছে অন্যায় প্রস্তাব নিয়ে এসেছিলেন ওরা। আমি না করাতে এখন আমাকে চোর বদনাম দিচ্ছেন। চুরি তো ওরা করেছেন। পার্থর এই বক্তব্যকে তিনজনই উড়িয়ে দিয়েছেন। বলছেন, পাগলে কী না বলে...।