কলকাতা কথকতা
তিন বিশিষ্ট ব্যক্তিকে দীপক জ্যোতি সম্মাননা দিলো ইস্টবেঙ্গল
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন
ইস্টবেঙ্গল ক্লাব তাদের অন্যতম প্রাণপুরুষ দীপক দাসের জন্মদিন উপলক্ষ্যে দীপক জ্যোতি সম্মানে ভুষিত করলো খেলাধুলার জগতের বাইরে তিন বিশিষ্টকে। দীপক জ্যোতি সম্মানে ভুষিত হলেন কথা সাহিত্যিক মনি শঙ্কর মুখোপাধ্যায় যিনি শঙ্কর নামেই সমধিক পরিচিত। সম্মানিত হলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার মুখোপাধ্যায় ও বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ সত্যম রায় চৌধুরী। তিনজনই এই অনন্য সম্মান পেয়ে উদ্বেলিত। শঙ্কর বলেন, এই সম্মান আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। সুকুমার মুখোপাধ্যায়ও একই কথা বলেন। সত্যম রায়চৌধুরী বলেন, বাঙালি হয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাব এর পক্ষ থেকে এই সম্মান পেয়ে আমি অভিভূত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।