ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

mzamin

রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। আজ সকালে রাজধানীর বাংলামটর থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মাওলানা এস. রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগরী পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানা আমীর ও সেক্রেটারিবৃন্দ।

মিছিল পরবর্তী সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রোজার এই সময়ে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে বিদ্যুৎ গ্যাস সবকিছুর মূল্য আকাশচুম্বি ও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব। অথচ জনগণের উপরে গণবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আওয়ামী লুটেরা গোষ্ঠী ফায়দা লুটে নিচ্ছে। ভোট ডাকাতি, দখলদারী, গুম, খুন, দুঃশাসন এবং বিদ্যুৎ, গ্যাস সহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশ গভীর সংকটে পড়েছে। সাধারণ মানুষের জীবনযাপন সহনীয় করতে রমজানে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে বাজার নিয়ন্ত্রণের বিকল্প নেই। এই অসহনীয় অবস্থায় আমরা জনগণের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছি। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের কবল থেকে মুক্তি চাই, জনগণ জুলুমবাজদের কবল থেকে মুক্তি চাই। জনগণের মুক্তির জন্য এই ফ্যাসিস্ট অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে অতি দ্রুত বিদায় করা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি মিলবে না।

বিজ্ঞাপন
দেশের স্বার্থে জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে অবৈধ ক্ষমতাসীন গোষ্ঠীকে বিদায় করতে হবে।

ড. মাসুদ বলেন, দেশের মানুষের বিপদ ও দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে ছুটে চলা ডা. শফিকুর রহমান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধাভাজন ও সজ্জন ব্যক্তিত্ব। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করে রেখেছে। এই রমজানের শুরুতেই অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সহ গ্রেপ্তারকৃত সকল জামায়াত নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে। অন্যথায় তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে।

পাঠকের মতামত

গণমানুষের বিপদের সাথী দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত মেধাবী দেশ গঠনের বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী। সততা আর মানবতার দুর্জয় অভিযাত্রী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুর্বার গতিরোধের জন্য বর্তমান ক্ষমতা খেকো আওয়ামী সরকার জামায়াতের মর্দে মুজাহিদ ইসলামী বিপ্লবের সিপাহসালার শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা সাজানো অভিযোগে কারান্তরিন করে রেখেছে। তাদের আশু মুক্তি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কমানো তেল গ্যাস বিদ্যুতের অস্বাভাবিক মূল্য রোধ পবিত্র মাহে রমজানকে সুস্বাগতম জানিয়ে কেয়ারটেকার সরকার প্রবর্তনের দাবীতে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তার প্রতি অকুন্ঠ সমর্থন আর অভিবাদন।

আকাশ
২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:২৬ পূর্বাহ্ন

আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের কল্যানে মানবতার কল্যানে আগেও কাজ করছে এখনো করছে ভবিষ্যতে ও করবে ইনশাআল্লাহ

জামাল উদ্দিন সিকদার
২২ মার্চ ২০২৩, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন

জামায়াতই একমাত্র গনতান্ত্রিক দল, যেখানে নেতার ঘরে নেতা জন্ম নেয় না।

Mahiuddin molla
২২ মার্চ ২০২৩, বুধবার, ৩:২৬ পূর্বাহ্ন

দেশ জাতির একমাত্র কল্যাণকামী নির্লোভ নির্মোহ আত্মত্যাগী সৎ মানবিক দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে অরাজকতা মুক্ত সাম্য ভ্রাতৃত্ব মানবিক কল্যাণ পূর্ণ সমাজ প্রতিষ্ঠার একমাত্র আশ্রয় কিংবা ঠিকানা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি রোধ তেল গ্যাস বিদ্যুৎ সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সৎ সাহসী নীতি আদর্শবান দেশদরদী মানব দরদী জামায়াতের সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দ সহ আমীরে জামায়াত বিশ্বনন্দিত মহান পুরুষ ডাঃ শফিকুর রহমানের মুক্তির দাবী নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা আগত পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর এই বিক্ষোভ মিছিল দেশের অধিকার হারা মানুষের প্রাণের দাবীরই প্রতিফলন।

আলমগীর
২২ মার্চ ২০২৩, বুধবার, ১:০৬ পূর্বাহ্ন

MasaAllah

Forhad
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১১:৩০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status