প্রথম পাতা
দুবাইয়ে পুলিশি নজরদারিতে আরাভ খান
মিজানুর রহমান
২২ মার্চ ২০২৩, বুধবারবিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখন দুবাই পুলিশের কব্জায়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে পাঠানো ঢাকার অনুরোধের প্রেক্ষিতে তাকে পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে। তবে এখনো আটকের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দুবাই পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের যোগাযোগ তথা সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত দুবাই’র বাংলাদেশ কনস্যুলেট মঙ্গলবার সন্ধ্যায় মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে আরাভ খান আমিরাত ছাড়তে পারেন এমন আশঙ্কা ছিল। কারণ আরাভ খান নাম ব্যবহার করে নেয়া তার ভারতীয় পাসপোর্টে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা রয়েছে। দুবাই পুলিশের অনানুষ্ঠানিক সূত্র বাংলাদেশ কনস্যুলেটকে এটা নিশ্চিত করেছে যে, ব্যবসায়ী আরাভ খান এখন দুবাই পুলিশের হাতের নাগালে রয়েছে। তাকে নরজদারিতে রাখা রয়েছে, যাতে কোনো অবস্থাতেই স্থান বদল বা পালাতে না পারেন। এক প্রশ্নের জবাবে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, তাকে আটকে দুবাই পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তারা তার অবস্থান চিহ্নিত করেছে এবং তাকে নজরদারিতে রেখেছে।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা মামুন ইমরান হত্যকাণ্ডের আসামি রবিউল ইসলাম বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান। সেখানে আরাভ খান নামে পাসপোর্ট নিয়ে দুবাই যান রবিউল ওরফে আরাভ। দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধন করতে ক্রিকেটার সাকিব আল হাসানসহ তারকাদের আমন্ত্রণ করে আলোচনায় আসেন আরাভ। এ ঘটনায় তার বিস্তারিত সামনে আসে। খুনের মামলায় রবিউল ইসলাম নামে চাঁদপুরের ইউসূফ নামের একজনকে কৌশলে আরাভ আত্মসমর্পণের মাধ্যমে কারাগারে পাঠান। সত্য ঘটনা জানার পর ওই যুবক অবশ্য জামিন পেয়েছেন।
পাঠকের মতামত
আরাব খান কে দিয়ে!!আমাদের সরকার এখন অন্যদিকে চোখ ঘুরিয়ে নিচ্ছে বাংলাদেশের মানুষের,
স্বাধীনতা র পর কাউকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করেছে . বাঙালি জাতি জানতে চাই?