বাংলারজমিন
গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিলো সন্ত্রাসীরা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
২২ মার্চ ২০২৩, বুধবারময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছাত্রলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন (২৮) এর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় হামলায় প্রতিপক্ষের ছুরির আঘাতে তার হাতের রগ কেটে গেছে। গত সোমবার দুপুর দেড়টার দিকে গৌরীপুর পৌর শহরে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোফাজ্জল হোসেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলীর ছেলে। আহতের বাবা হযরত আলী বলেন, দুপুরের দিকে আমার ছেলে পৌর শহরের কলাবাগান এলাকার বাসা থেকে বাজারে যাচ্ছিলো। পথে স্থানীয় সন্ত্রাসী পাভেলসহ কয়েকজন তার ওপর পরিকল্পিতভাবে হামলা করে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার চেষ্টা হলে সে বাম হাত দিয়ে প্রতিহত করে। এতে আমার ছেলের হাতে রগ কেটে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই চিকিৎসাধীন আছে।