বিনোদন
বিব্রত সুহানা
বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
তারকাকে কাছে পেলেই অনুরাগীরা ছুটে যান সেলফি তুলতে। তবে যদি এক তারকাকে দেখে আরেক তারকা মনে করে তাহলে? সম্প্রতি বিমানবন্দরে এক আজব ঘটনার মুখোমুখি হলেন শাহরুখকন্যা সুহানা খান। তাকে দেখে এক যুবক সেলফি তুলতে এলেন। ছবি তোলার পর সুহানাকে ভেবে বসলেন দীপিকা! যুবকের মুখে দীপিকার নাম শুনে খানিকটা বিব্রত হন সুহানা। পরে অবশ্য মিষ্টি হেসে পরিস্থিতি সামলে নেন।